Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চলমান প্রশিক্ষণ

যুব উন্নয়ন অধিদপ্তরে দুই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালু আছে। যথা ১) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্ম

সূচি এবং ২) অপ্রাতিষ্ঠানিক/ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচি।

চলমান প্রশিক্ষণ কোর্সসমূহঃ

১. গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ।

২. মৎস্য চাষ প্রশিক্ষণ (আবাসিক)।

৩. পোশাক তৈরী প্রশিক্ষণ।

৪. কম্পিউটার বেসিক প্রশিক্ষণ।

৫. কম্পিউটার গ্রাফিক্স প্রশিক্ষণ।

৬. ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ।

৭. রেফ্রিজারেশন এন্ড এয়ার-কন্ডিশনিং প্রশিক্ষণ।

৮. ইলেকট্রনিক্স প্রশিক্ষণ।

৯. ব্লক প্রিন্টিং প্রশিক্ষণ।

১০. ব্লক, বাটিক ও স্কিন প্রিন্টিং প্রশিক্ষণ।

১১. গ্রামীণ যুবদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ।

১২. মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন প্রশিক্ষণ।

১৩. মৎস্য চাষ প্রশিক্ষণ (অনাবাসিক)।

১৪. ওভেন সিউইং মেশিন অপারেটিং প্রশিক্ষণ।

১৫. ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ।

১৬. সেলসম্যানশীপ/ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট প্রশিক্ষণ।

১৭. ট্যুরিষ্ট গাইড প্রশিক্ষণ।

১৮. দুগ্ধজাত দ্রব্যাদি উৎপাদন, বিপনন ও বাজারজাতকরণ প্রশিক্ষণ।

১৯. চিংড়ি ও কাঁকড়া চাষ, বিপনন ও বাজারজাতকরণ প্রশিক্ষণ।

২০. ক্যাটারিং প্রশিক্ষণ।

২১. ছাগল ও ভেড়া পালন এবং গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ।

২২. মহিষ পালন ও গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ।

২৩. মুরগী পালন ব্যবস্থাপনা, মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিপনন প্রশিক্ষণ।

২৪. মুরগী পালন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ প্রশিক্ষণ।

২৫. উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যজীবিদের জন্য দায়িত্বশীল মৎস্য আহরণ প্রশিক্ষণ।

২৬. মাশরুম ও মৌ চাষ প্রশিক্ষণ।

২৭. ফল চাষ প্রশিক্ষণ।

২৮. লাইভস্টক এ্যাসিসটেন্ট প্রশিক্ষণ।

২৯. শতরঞ্জি প্রশিক্ষণ।

৩০. কম্বল তৈরী প্রশিক্ষণ।

৩১. হস্তশিল্প (ব্যাগ তৈরী) প্রশিক্ষণ।

৩২. ফ্রিল্যান্স/ আউটসোসিং প্রশিক্ষণ।

৩৩. মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং প্রশিক্ষণ।