Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

ভিশন

  • অনুৎপাদনশীল যুব সমাজকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমূখী শক্তিতে রূপান্তর করা;
  • দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের কর্মসংস্থান কিংবা স্ব-কর্মসংস্থানে নিয়োজিত করা;
  • জাতীয় উন্নয়ন কর্মকান্ডে বেকার যুবদের সম্পৃক্ত করা।

মিশন

  • জেলা ও উপজেলা কার্যালয় এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বেকার যুবদের প্রশিক্ষণ প্রদান করা;
  • দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সংযোগের মাধ্যমে যুব কার্য্ ক্রম জোরদার করা;
  • যুবদের ক্ষমতায়নের নিমিত্ত উদ্ধুদ্ধকরণ, প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান নিয়োজিত করাসহ তাদেরকে দেশের উন্নয়ন প্রক্রিয়ার প্রতিটি স্তরে সম্পৃক্ত করা;
  • বেসরকারি স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে গোষ্ঠি উন্নয়নে সহায়তা করার জন্য যুবদের বিভিন্ন গ্রুপের বিভক্ত করা;
  • স্থানীয় পর্যায়ে যুব সংগঠনের সংখ্যা বৃদ্ধি করা এবং অংশগ্রহণমূলক উন্নয়ন প্রক্রিয়ার তাদের অংশগ্রহণ নিশ্চিত করা;
  • যুবদের গণশিক্ষা কার্য্ ক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পরিবেশ উন্নয়ন, সম্পদ সংরক্ষণ, আর্থ-সামাজিক কার্য্ কলাপে সম্পৃক্তকরণ এবং সমাজবিরোধী কার্য্-কলাপ রহিতকরণ, মাদকদ্রব্য রোধ, এইচআইভি/ এইডস এবং এসটিডি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা;
  • যুবদের সিদ্ধান্ত গ্রহণমূলক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দান।