Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

যুব ঋণ সংক্রান্ত

১। প্রধান কার্যালয় হতে প্রাপ্ত মূলধনের পরিমাণ- ২৫,৩৮,৮০০/-

২। যুব ঋণ বিতরণের পরিমাণ- ১৯৫৪৫৫০০/-

৩। মোট ঋণ তহবিল = ৪৫,৩৪,৯৮৩/-

৪। আদায়ের হার- ৯২.৩২%।

৫। খেলাপী টাকারপরিমান- ৯,৭৪,৯৫৪/-

৬। ঋণ গ্রহিতার সংখ্যা- ৭১৩ জন (পুরুষ-৪৫২ জন, মহিলা-২৬১ জন)

৭। তালিকা ভূক্ত যুব সংগঠন- ৪২টি।

৮। অনুদান প্রাপ্ত যুব সংগঠনের সংখ্যা- ৮টি।

৯। যুব কল্যান তহবিল হতে অনুদান প্রাপ্ত যুব সংগঠনের সংখ্যা- ৪টি।

১০। একক যুব পুরস্কার প্রাপ্ত- ৪ জন।

১১। জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত- ১ জন।

১২। ওয়ার্কিং ক্যাপিটেল প্রাপ্ত সংগঠন- ১টি, প্রাপ্ত টাকার পরিমান-১০,০০০/-

১৩। এডভোকেসি প্রকল্পের আওতাভূক্ত সংগঠন- ১টি।

১৪। ইজারাভূক্ত খাস জলাসয়ের সংখ্যা- ৮টি।

১৫। ইজারালব্ধ টাকার পরিমান- ১,০১,১৭৫/-

১৬। আশ্রায়ন/ আবাসন প্রকল্পের প্রশিক্ষণের সংখ্যা- ৪৯ জন।

১৭। মুক্তি যোদ্ধা ও তাদের পোষ্যদের প্রশিক্ষণের সংখ্যা- ৪৮ জন।

১৮। কীট বক্স বিতরণ- ৫৫টি।

১৯। প্রশিক্ষিত যুব/ যুব মহিলা দ্বারা বৃক্ষ রোপন- ২০২১টি।

২০। যৌতুক বিরোধী স্বাক্ষর গ্রহণকারীর সংখ্যা- ১০৭৮ জন।

২১। নেট ওয়ার্কিং জোরদারকরণ প্রকল্পের অন্তর্ভূক্ত যুব সংগঠণের সংখ্যা- ২টি।

২২। নেট ওয়ার্কিং প্রকল্পে অনুদান বিতরণের পরিমান- ২০,০০০/-

২৩। নেট ওয়ার্কিং প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষাণ প্রদানের সংখ্যা- ৭২০ জন।

২৪।  ২০১৩-২০১৪ উপলক্ষে যুব ঋণ বিতরণের পরিমান- ১৯,৫০,০০০/-

 

ক্রমিক নং

সেবার ধরণ

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানের পদ্ধতি

01

তিন মাস মেয়াদী গবাদিপশু, হাঁস মুরগী পালন ও উহাদের প্রাথমিক চিকিৎসা এবং মৎস্য চাষ ও কৃষি বিষয়ে প্রশিক্ষণ কোর্স

উপজেলা কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার পর মহা-পরিচালকের কার্যালয়/উপ-পরিচালকের কার্যালয় হইতে নির্দেশিত তারিখের মধ্যে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়।

বয়স (১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ বেকার যুবক ও যুব মহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। অতঃপর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীগণের স্বাক্ষাৎকার নিবেন। স্বাক্ষাৎকারেরমাধ্যমে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারাই প্রশিক্ষণে ভর্তি হতে পারবেন।

02

১ মাস মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স

 

 

03

৪ মাস মেয়াদী পোষাক তৈরী (মেয়েদের জন্য) প্রশিক্ষণ কোর্স

 

 

ক্রমিক নং

সেবার ধরণ

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানের পদ্ধতি

01

৬ মাস মেয়াদী স্টেনো টাইপিং প্রশিক্ষণ কোর্স

 

উপজেলা কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার পর মহা-পরিচালকের কার্যালয়/উপ-পরিচালকের কার্যালয় হইতে নির্দেশিত তারিখের মধ্যে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়।

বয়স (১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম এইচ.এস.সি পাশ বেকার যুবক ও যুব মহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। অতঃপর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীগণের স্বাক্ষাৎকার নিবেন। স্বাক্ষাৎকারের মাধ্যমে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারাই প্রশিক্ষণে ভর্তি হতে পারবেন।

02

৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স

 

 

03

৬ মাস মেয়াদী ইলেট্রনিক প্রশিক্ষণ কোর্স

 

বয়স (১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম এস.এস.সি বেকার যুবক ও যুব মহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। অতঃপর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীগণের স্বাক্ষাৎকার নিবেন। স্বাক্ষাৎকারের মাধ্যমে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারাই প্রশিক্ষণে ভর্তি হতে পারবেন।

04

৬ মাস মেয়াদী রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন প্রশিক্ষণ কোর্স

উপজেলা কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার পর মহা-পরিচালকের কার্যালয়/উপ-পরিচালকের কার্যালয় হইতে নির্দেশিত তারিখের মধ্যে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়।

বয়স (১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম এস.এস.সি বেকার যুবক ও যুব মহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। অতঃপর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীগণের স্বাক্ষাৎকার নিবেন। স্বাক্ষাৎকারের মাধ্যমে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারাই প্রশিক্ষণে ভর্তি হতে পারবেন।

05

৬ মাস মেয়াদী ইলেকট্রনিক এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কোর্স

 

বয়স (১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ বেকার যুবক ও যুব মহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। অতঃপর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীগণের স্বাক্ষাৎকার নিবেন। স্বাক্ষাৎকারের মাধ্যমে যারা চূড়ামত্মভাবে নির্বাচিত হবেন তারাই প্রশিক্ষণে ভর্তি হতে পারবেন।

06

৭ হইতে ১০ দিনের গবাদি পশু ও হাঁস মুরগী পালন ও উহাদের প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ এবং নাসারী বিষয়ে প্রশিক্ষণ কোর্স (অপ্রাতিষ্ঠানিক)

উপজেলা কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার পর মহা-পরিচালকের কার্যালয়/উপ-পরিচালকের কার্যালয় হইতে নির্দেশিত তারিখের মধ্যে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়।

 

বয়স (১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ বেকার যুবক ও যুব মহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন। উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে ৩০ জনের একটি তালিকা প্রস্ত্তত করে অনুমোদনের জন্য  জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। জেলা কার্যালয় হইতে অনুমোদন পাওয়ার পর উপজেলা কার্যালয় কর্তৃক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।